সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আয়োজনে উপজেলার উলাহাটি গ্রামে সিএসএস কোটালীপাড়া ব্রাঞ্চ কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সিএসএস গোপালগঞ্জ জোনের রিজিওনাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।
এ সময় ডাঃ খাদিজা আক্তার নিরা, সিএসএস গোপালগঞ্জ জোনের আইটি অফিসার মফিজুল ইসলাম, সিএসএস কোটালীপাড়া ব্রাঞ্চ ম্যানেজার বিলাস মন্ডল, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ