লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধান কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট টেপুরগাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হজে মাহাবুবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে নিজ জমিতে বোরো ধান কাটছিলেন কৃষক সুলতান হোসেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তার শরীরে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে তার লাশ উদ্ধার করে।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম