সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আমন্ত্রণে বিশ্বের ১০০টি দেশের ১ হাজার ৩০০ জন মুসল্লি এবারের হজে অংশ নিতে যাচ্ছেন। মুসল্লিদের বিশেষ অতিথি হিসেবে এই হজের আয়োজন করা হচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে।
দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে বাদশাহ সালমান মুসল্লিদের জন্য এই বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন।
আলাদাভাবে এক হাজার ফিলিস্তিনিকেও হজ করাবে সৌদি সরকার
ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামে শহীদ, আহত ও বন্দি পরিবারের ১ হাজার সদস্যকে হজ করাবেন সৌদি বাদশাহ। এদের হজের সব ব্যয় বহন করবেন তিনি ব্যক্তিগতভাবে।
সৌদি বার্তা সংস্থার খবরে বলা হয়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘হজ গেস্ট প্রোগ্রাম’-এর আওতায় এই ফিলিস্তিনিদের আমন্ত্রণ জানানো হবে।
ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আলে শায়েখ বলেন, ‘প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে হজে পাঠানো হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সহানুভূতির অংশ হিসেবে এবার বিশেষভাবে ১ হাজার জনকে হজে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব বরাবরই ফিলিস্তিনিদের পাশে রয়েছে। শহীদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজে পাঠানোর সিদ্ধান্ত তাদের মনোবল দৃঢ় করবে এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে সৌদির অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
সূত্র: সৌদি গেজেট