দুই পবিত্র মসজিদের হজ ও ওমরাহ অতিথি কর্মসূচির আওতায় এই বছর ১০০টি দেশের ১৩০০ পুরুষ ও নারী হজযাত্রীকে হজ পালনের জন্য আমন্ত্রণ জানানোর জন্য সৌদি বাদশাহ সালমান একটি রাজকীয় নির্দেশ জারি করেছেন।
এই কর্মসূচির তত্ত্বাবধানে রয়েছে দেশটির ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও নির্দেশনা।
সৌদি আরবের ইসলামিক বিষয়ক মন্ত্রী, দাওয়াহ ও নির্দেশনা আব্দুল লতিফ আল-আশেখ। যিনি এই কর্মসূচির সাধারণ তত্ত্বাবধায়ক। বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আল-আল-শেখ বলেছেন, রাজকীয় নির্দেশ অনুসরণ করে অতিথিদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য মন্ত্রণালয় তার সমস্ত সম্পদ এবং ক্ষমতা কাজে লাগাচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বিশ্বাস-ভিত্তিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কর্মসূচিকে অন্তর্ভুক্ত করে একটি বিস্তৃত বাস্তবায়ন পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।এর মধ্যে রয়েছে মক্কা ও মদিনার গুরুত্বপূর্ণ ইসলামী ও ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন, পাশাপাশি দুই পবিত্র মসজিদের বিশিষ্ট পণ্ডিত ও ইমামদের সাথে বৈঠক, যার লক্ষ্য হল হজযাত্রীদের আধ্যাত্মিক অভিজ্ঞতা সমৃদ্ধ করা।
আল-আলশেখ বলেন, হজ, ওমরাহ এবং পরিদর্শনের জন্য দুই পবিত্র মসজিদের খাদেমদের অতিথি কর্মসূচিটি ইসলামী বিশ্বজুড়ে ধর্মীয়, পণ্ডিত এবং বুদ্ধিজীবী নেতাদের সাথে বন্ধন জোরদার করার জন্য তৈরি করা হয়েছিল। একই সাথে সাংস্কৃতিক বিনিময়ও এর লক্ষ্য।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এই কর্মসূচি ১৪০টি দেশ থেকে প্রায় ৬৫ হাজার হজযাত্রীকে আতিথ্য দিয়েছে।
মন্ত্রণালয় এই অতিথিদের মনোনয়ন থেকে শুরু করে হজ অনুষ্ঠান সম্পন্ন করে তাদের নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত বিভিন্ন ধরণের লজিস্টিক, ধর্মীয়, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক পরিষেবা প্রদান করেছে।
আল-আলশেখ বলেন, এই আতিথ্যমূলক উদ্যোগ ইসলাম এবং মুসলমানদের সেবা করার জন্য সৌদির প্রতিশ্রুতির অংশ।
সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদিন/নাজমুল