গাজীপুরের শ্রীপুরে টিনের চাল কেটে একই মার্কেটের ৫টি দোকানে হানা দিয়েছে চোর। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর রাতের মধ্যে যেকোনা সময় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মার্কেটে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, পৌর এলাকার লোহাগাছ গ্রামের মহর আলীর ছেলে ইদ্রিস মিলিটারির কসমেটিকের দোকান, একই গ্রামের আব্বাস আলীর ছেলে মানিক মিয়ার ইলেকট্রনিক্স দোকান, একই গ্রামের খলিল মিয়ার ছেলে রাজিব মিয়ার টেইলার্রিংয়ের দোকান, পটকা গ্রামের রুহুল আমিনের ছেলে হেলাল উদ্দিনের সেনিটারির দোকান, একই গ্রামের মুনসুর আলীর ছেলে আল আমিনের মোটরসাইকেল গ্যারেজ ও আব্দুল মজিদের ছেলে মনির হোসেনের মুদি দোকানে চুরি সংঘঠিত হয়।
দোকানী মানিক মিয়া বলেন, সমবায় সমিতি থেকে কিস্তি নিয়ে দোকানে মালামাল উঠিয়েছিলাম। চোরেরা তার দোকান থেকে মালামাল নিয়ে গেছে। এখন তারা নিরাপত্তাহীনতায় আছেন। সম্প্রতি এই মার্কেটে আরো চুরির ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, শ্রীপুর বাজারের চুরির ঘটনায় এখনো কেউ আমাকে অবগত করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম