চাঁদপুরে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্যোগে ৪ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৩ মে শুক্রবার (২৩ মে) বাদ জুমা শহরের শপথ চত্ত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম জেলার সভাপতি লিয়াকত হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনায়, জেলার জয়েন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম জেলা সেক্রেটারি মুফতি মাহবুবুর রহমান, বিশিষ্ট হেফাজত নেতা মুফতি সাখাওয়াত হোসেন, মাওলানা আল আমিন, মুফতি নূরে আলম, আবু বকর খান, মাওলানা উবায়েদুল্লাহ, মাওলানা শরীফ প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম জেলার সহ-সভাপতি মুফতি সিরাজুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ