ইসলামী যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শহরের একটি মাদ্রাসা মিলনায়তনে এ কাউন্সিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমাদ।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য প্রভাষক হাফেজ মাওলানা আকরাম খন্দকারকে সভাপতি ও হাফেজ মাওলানা মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের সদ্য বিদায়ী কিশোরগঞ্জ জেলা সভাপতি এবং খেলাফত মজলিসের জেলা ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা অলীউর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. মুজিবুর রহমান, কিশোরগঞ্জ শহর শাখার সভাপতি প্রভাষক আতাউর রহমান শাহান ও শ্রমিক মজলিসের জেলা সভাপতি মাওলানা শরীফুল ইসলাম ফরহাদ।
এছাড়া, কাউন্সিলে বিভিন্ন শাখার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএ