আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশের গণতন্ত্র সংকটে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবি জানিয়েছে দলটি।
সিপিবি'র ভাষ্য, নানা মহল বিভিন্ন ইস্যু তুলে নির্বাচন বিলম্বিত করার পাঁয়তারা করছে, যা গণতন্ত্রকে হুমকির মুখে ফেলবে।
শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় পুরান পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এ বক্তব্য দেন সিপিবি নেতারা। মিয়ানমারের রাখাইনে ‘মানবিক সহায়তা’র নামে করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ও বাতিলের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. শাহ আলম বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে ম্যান্ডেট দেওয়া হয়েছে নির্বাচন আয়োজন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের জন্য, দেশের স্বার্থ সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেওয়ার জন্য নয়।"
তিনি বলেন, "জনগণের টাকায় নির্মিত নিউ মুরিং টার্মিনাল লাভজনক অবস্থায় রয়েছে। সেটিকে বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।"
সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “নীতিনির্ধারণী বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। আমেরিকার সঙ্গে আঁতাত করে ‘মানবিক করিডোর’-এর নামে সাম্রাজ্যবাদী চক্রান্তে দেশকে জড়ানো চলবে না।”
তিনি আরও বলেন, সরকার এসব কার্যক্রম থেকে সরে না এলে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ, অবরোধ-হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা সিপিবি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জিরো পয়েন্ট ও বায়তুল মোকাররম এলাকা প্রদক্ষিণ করেন। আগামীকাল (শনিবার) সিপিবি সারাদেশে বিক্ষোভ সমাবেশ, পথসভা ও পদযাত্রার কর্মসূচি পালন করবে।
বিডি প্রতিদিন/আশিক