নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জোনায়েদ সাকি বলেন, দেশে এখন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রায় বিলুপ্ত। ক্ষমতার ভারসাম্য নেই, সবকিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। ৫ আগস্ট ফ্যাসিস্ট শাসনের পতন ঘটলেও গণতান্ত্রিক কাঠামোর পুনঃপ্রতিষ্ঠা এখনো হয়নি।তিনি বলেন, এখন সময় এসেছে বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচনব্যবস্থা সংস্কারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার। সরকারকে অবিলম্বে একটি সুস্পষ্ট বিচার ও নির্বাচন সংস্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে জনগণ আস্থা ফিরে পায়। শ্রম সংস্থার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কেবল উন্নয়ন বললে হবে না, উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকদের সুরক্ষা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করতেই হবে। শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তাসলিমা আখতার, রাশেদুল হাসান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী।