দূষণ, দখল, বালু উত্তোলনের কারণে বগুড়ার ইতিহাস থেকে হারিয়ে যাচ্ছে ভদ্রা, ভাদাই ও ভদ্রাবতী নদী। নদীগুলো একসময় ফসলি জমিতে পানি সেচের একমাত্র আশ্রয়স্থল ছিল। চলত পাল তোলা নৌকা। বর্তমানে পলি জমে এবং নদী খননের কার্যক্রম না থাকায় খরস্রোতা এই তিন নদী প্রায় পানি শূন্য। জানা গেছে, ভদ্রাবতী নদী করতোয়া নদী থেকে উৎপন্ন হয়ে ভাদাই নদীতে পড়েছে। ভদ্রাবতীর সঙ্গে সংযোগ রয়েছে ভদ্রা ও ভাদাই নদীর। একসময় ভদ্রাবতী ছিল সবচেয়ে খরস্রোতা নদী। ১৬ কিলোমিটার দীর্ঘ এ নদী ঘিরে গড়ে উঠেছিল বেশ কিছু বন্দর ও ব্যবসা কেন্দ্র। তবে সময়মতো খননের উদ্যোগ না নেওয়ায় ভদ্রাবতীসহ তিন নদীই এখন সরু নালায় পরিণত হয়েছে। প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলন, দখল, কারখানার বিষাক্ত পানি ও বর্জ্যরে কারণে অস্তিত্ব সংকটে পড়েছে এসব নদী। শাজাহানপুর উপজেলার প্রবীণ আমজাদ হোসেন জানান, সেন বংশের শেষ রাজার কন্যা ভদ্রাবতীর নামানুসারে ভদ্রাবতী নদীর নামকরণ হয়। একসময় সব নদীই পানিতে ভরপুর থাকত। পাওয়া যেত ছোট-বড় অসংখ্য মাছ। কৃষি জমিতে সেচের জন্য নদী থেকেই পানি তোলা হতো। এসব নদী দিয়ে নৌকায় চলাচল করত বিভিন্ন অঞ্চলের মানুষ। এখন নদীগুলো সরু খালে পরিণত হয়েছে। শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন জানান, সরকারি পৃষ্ঠপোষকতায় তিনটি নদী খননের মাধ্যমে নাব্য ফিরিয়ে আনা প্রয়োজন। বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভদ্রাবতী, ভাদাই ও ভদ্রা নদী পুনঃখননের জন্য প্রায় ২২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তিনটি নদীর ৪১ কিলোমিটার জুড়ে খনন করা হবে। ভদ্রাবতীতে ১১ কিলোমিটার, ভাদাইয়ে ১৫ কিলোমিটার ও ভদ্রা নদীতে ১৫ কিলোমিটার। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক জানান, বগুড়ার বেশ কিছু নদী নিয়ে কাজ চলছে। করতোয়ার খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান। ভদ্রাবতী, ভাদাই ও ভদ্রা নদী পুনঃখননের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ৮২৯ কিলোমিটার দীর্ঘ বজ্রপাত, নতুন বিশ্বরেকর্ড
- ইঞ্জিন বিকল, উড্ডয়নের দেড় ঘণ্টা পর জরুরি অবতরণ
- প্রথম দফাতেই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প, বাধা হয়ে দাঁড়ায় কোভিড
- সারা দেশে ৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
- আল-আকসা দখলের হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- বিচার ব্যবস্থায় মধ্যস্থতার ব্যবহার বাড়াতে আইনজীবীদের প্রশিক্ষণ
- তৃতীয় পক্ষের হাতে যাচ্ছে রাষ্ট্রীয় গোপন তথ্য
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৪ আগস্ট)
- সংগঠনের ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা দেবে যুবদল
- ২৫ বছর পর ‘লগান’র সেই গ্রামে আমির খান
- বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করলো যুক্তরাজ্য
- ববি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান মো. ফরহাদ উদ্দীন
- দিনাজপুরে মহাত্রিপুরারী কৈলাশপতির মহাস্নানযাত্রা উৎসব
- বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু
- মোংলায় কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ
- মধুপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল, সম্পাদক নোমান
- টাউনসভিলে বাংলাদেশি কমিউনিটির বার্ষিক পিকনিক সম্পন্ন
- বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে সড়ক অবরোধ, স্মারকলিপি
- কুলাউড়ায় সীমান্ত পেরিয়ে বিপাকে দুই কিশোর
- ১০ লাখ টাকার বেশি আমানত ও সঞ্চয়পত্রে রিটার্ন বাধ্যতামূলক