* মুসলিম সেই ব্যক্তি যার রসনা ও হাত থেকে মুসলিমরা নিরাপদ। আর মুমিন সে, যাকে মানুষ তাদের জানমাল সম্পর্কে সম্পূর্ণ নিরাপদ মনে করতে পারে।
* অন্যায় কাজ দেখলে তা শক্তি দিয়ে প্রতিরোধ কর। না পারলে মুখে প্রতিবাদ কর। তা-ও না পারলে অন্তর দিয়ে ঘৃণা কর। তবে এটা দুর্বলতম ইমানের অবস্থা।
* মানুষ অবশ্যই তার নিয়তের অনুসারে ফল লাভ করবে।
* একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ায় ২৭ গুণ সওয়াব।