তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। খাগড়াছড়ি স্টেডিয়ামে সোমবার বিকালে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো: নজরুল ইসলাম,মাদল বড়ুয়া, আনিসুল আলম চৌধুরী আনিক। আরও উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক কামাল উদ্দিন, গীতায়ন চাকমা।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ সাঁতারও কর্মসূচি চলছে। বাছাইকৃত ৩০ জন সাঁতারুকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণার্থীদের জার্সি,প্যান্ট, সুইমিং ক্যাপ প্রদান করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম