পাবনার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে ১৪ জনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ টি বালুবহনকারী ট্রাক ও ৪টি এস্কেভেটর মেশিন জব্দ করা হয়। রবিবার দিবাগত রতে পাবনা সদর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) তথ্যে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদরের কৃষ্টপুর গ্রামের কালু প্রামাণিকের ছেলে জুয়েল (৪০), হেরাজ প্রামাণিকের ছেলে হৃদয় (২৮), চর বাঙ্গাবাড়িয়ার রাসেল বিশ্বাসের ছেলে মারুফ (৪০), বধেরহাটের সাদেক মন্ডলের ছেলে বাবু মন্ডল (৪০), লাইব্রেরি বাজারের আব্বাস উদ্দিনের ছেলে বাপ্পি (৩২), চরঘোষপুরের মুক্তার মন্ডলের ছেলে হযরত আলী (২৯), বাংলাবাজারের মৃত আকবর আলী ছেলে মোক্তার প্রামানিক (৬২), মৃত রোস্তম আলীর ছেলে রবিউল ইসলাম (৪৩), গাছপাড়ার জাহের আলী জমির হোসেন (৩৫), চক ছাতিয়ানির মৃত নূর হোসেনের ছেলে সাহাবুল ইসলাম (৪২), চাটমোহরের মৃত নুরুজ্জামানের ছেলে নাহিদ পারভেজ (৩৫), পাবনা শহরের আটুয়া গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮), কাচারীপাড়ার সিদ্দিক মন্ডলের ছেলে পান্না (৩২) ও বাংলাবাজারের সোহরাব প্রামাণিকের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন বলেন, অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের সুযোগ নেই। তবুও স্থানীয় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছিলো বলে আমাদের কাছে তথ্য আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রাতেই তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। তবে অন্যান্য এলাকায় অবাধে মাটি কাটা চলছে জানতে চাইলে তিনি বলেন, পর্যায়ক্রমে সব এলাকায় এ ধরনের অভিযান পরিচালিত হবে।
বিডি প্রতিদিন/এএম