কুড়িগ্রামের রাজারহাট উপজেলাকে যানজট মুক্ত করতে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য রবিবার সকাল থেকে রাজারহাট থানার পুলিশ ও গ্রাম পুলিশ যৌথভাবে বাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এতে রাজারহাট সদর বাজারের ভেতরের যত্রতত্র অটোরিক্সাগুলো সরিয়ে দেয়া হয়।সেইসাথে সরিয়ে নেয়া অটো রিক্সাগুলোকে বাজারের নির্ধারিত ৬টি স্থানে স্ট্যান্ড করে রাখার ব্যবস্থা করা হয়। রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার মো. আল ইমরানের নির্দেশক্রমে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশাদুল হক ওই থানার পুলিশ, উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বণিক সমিতির কার্যকরি সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্ট্যান্ডগুলো পরিদর্শন করেন।
এ সময় বাজারের ফুটপাতে রাখা দোকান, টিনের চালা সরিয়ে নিতেও লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বাজার বণিক সমিতি থেকে জনস্বার্থে এ ব্যাপারে মাইকিং করে প্রচারণা চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ অভিযান আগামী ১৫ দিন পর্যন্ত চলমান থাকবে। এরপরও যানজট মুক্ত করা সম্ভব না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়েছে। রাজারহাট উপজেলাকে যানজট মুক্ত করতে পারলে এটি জেলার মধ্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও আাশা উপজেলা প্রশাসনের।
এ ব্যাপারে রাজারহাট উপজেলা নিবার্হী অফিসার মো. আল ইমরান বলেন, অটোরিক্স মালিকসহ সকলে সহযোগিতা করলে বাজারে দ্রুতই যানজট নিরসন সম্ভব হবে।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারের ভেতর দিয়ে সরু সড়কের কারণে যত্রতত্র অটোরিক্সাগুলো অবস্থান করে যানজটের সৃষ্টি করে আসছে। এছাড়া দিনের বেলায় ট্রাকগুলো লোড-আনলোড করায় যানজটের কবলে পড়ে এখানকার যানবাহনসহ যাত্রীবাহী বাস। ফলে ঘণ্টার পর ঘণ্টা এক স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যানজটে পড়া যানবাহনসহ যাত্রীদের।
বিডি প্রতিদিন/জামশেদ