কক্সবাজারের কুতুবদিয়ার শিল্পীরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে সাগরের হাঁটু পানিতে নেমে অভিনব প্রতিবাদ করেছেন। জন্মভূমি কুতুবদিয়া রক্ষায় টেকসই বেড়িবাঁধ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে তারা এ অভিনব প্রতিবাদ জানায়।
শনিবার সকাল ১১টার দিকে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ু বিদ্যুৎ সংলগ্ন ভাঙা বেড়িবাঁধ এলাকায় সাগরের হাঁটু পানিতে নেমে গান গেয়ে এ প্রতিবাদ করেন। এসময় স্থানীয় শিল্পী শাহীন আবরারসহ অন্যদের কণ্ঠে 'অবহেলিত কুতুবদিয়া জন্মভূমি আমার, দেখো না নইলে উন্নয়নে পাচ্ছি না অধিকার'- গান গেয়ে মুখরিত স্থানীয় শিল্পীরা। এছাড়াও সাদা রংয়ে শিল্পীদের বুকে ও পিঠে লেখা " কুতুবদিয়া অবহেলিত কেন? "হোক প্রতিবাদ মুক্তি চাই, টেকসই বেড়িবাঁধ চাই", ভিক্ষা নয়, অধিকার চাই,' সহ নানান স্লোগান নিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করে। এগুলো অঙ্কন করেছে চিত্রশিল্পী মোহাম্মদ আরিফ ও সায়মন।
সাগরের পানিতে নেমে প্রতিবাদ জানাতে এসে কুতুবদিয়ার শিল্পী আবু সিদ্দিক রিপন বাংলাদেশ প্রতিদিনকে জানান, পানিতে নেমেছি প্রতিবাদ জানাতে। কারণ, অবহেলিত কুতুবদিয়াবাসীর দীর্ঘকালের দাবি টেকসই বেড়িবাঁধ। আমরা ভিক্ষা নয়, অধিকার চাই এবং টেকসই বেড়িবাঁধ চাই। যতদিন লাগে আমরা আমাদের এ আন্দোলন চালিয়ে যাবো।
এসময় উপস্থিত ছিলেন শাহীন আবরাহ, আবু সিদ্দিক রিপন, ইমরুল কায়েস, মোহাম্মদ আরিফ, ইমরান, মানিক, মিজান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত