গোপালগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সম্মান (ডিগ্রী পাস কোর্স) করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন। সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সংগঠনের গোপালগঞ্জ শাখার ব্যানারে ২২০ জন শিক্ষার্থী প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচী পালন করেন।
এ সময় ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক তমা সেন সহ আরো অনেকে বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।
বিডি প্রতিদিন/এএম