পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের মতো গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার উপায় খুঁজছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।
ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কাজ করা কিছু গবেষক দাবি করেছে, তারা এর একটি কার্যকর উপায় খুঁজে পেয়েছেন।
ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত সিকিউর নামের একটি প্রকল্প সমুদ্র থেকে কার্বন শোষণ এবং সংরক্ষণের উপায় খুঁজে পাওয়ার দাবি করেছে।
এটি কার্বন ক্যাপচারের একটি রূপ। যা কার্বন ডাই অক্সাইড অপসারণের একটি উপায়। তবে এ ক্ষেত্রে সরাসরি বাতাস থেকে কার্বন বের করার পরিবর্তে বিজ্ঞানীরা সমুদ্র থেকে এই গ্রিন হাউজ গ্যাস সরিয়ে নিচ্ছেন। কারণ সমুদ্র বায়ুমণ্ডলে নির্গত কার্বন ডাই অক্সাইডের এর প্রায় এক চতুর্থাংশ শোষণ করে।
এই প্রক্রিয়ার মাধ্যমে বাতাস থেকে আরও কার্বন শোষণ করতে পারবে পৃথিবীর সাগরগুলো।
এই পদ্ধতিতে সমুদ্রের পানি প্রথমে একটি বড় ট্যাঙ্কে শোধন করা হয়। যাতে এটি আরও অ্যাসিডিক হয়। সমুদ্রের পানিতে দ্রবীভূত কার্বনকে গ্যাসে পরিণত করা হয়।
এই কার্বন একটি পাইপের মাধ্যমে শোষণ করে সংরক্ষণ করা হয়। কম কার্বনযুক্ত সমুদ্রের পানিতে তারপর রাসায়নিক ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য ক্ষার যোগ করা হয়। সব শেষে এই পানি আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়।
একবার সেখানে পৌঁছানোর পরে, এটি আরও কার্বন ডাই অক্সাইড শোষণ শুরু করতে পারে এবং চক্রটি আবার শুরু হয়।বর্তমানে এই প্রক্রিয়ার গতি কম। বছরে প্রায় ১০০ টন পানি এই প্রক্রিয়ায় কার্বন মুক্ত করা হচ্ছে। তবে সিকিউর মনে করে এটি কেবল শুরু। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে শুরু করা হবে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল