ডিপ্লোমা ইন নার্স কোর্সকে ডিগ্রী সমমান করার দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছে নার্স শিক্ষার্থীরা। সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই বিক্ষোভ করে তারা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের (বিডিএসএনইউ) আয়োজনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ডিপ্লোমা সম্পন্ন করতে চার বছর লেগে যায়। সেক্ষেত্রে কেন আমাদের স্নাতকের সমমান দেয়া হবে না। আমরা কেন এখনো এমন বৈষম্যের শিকার হয়ে থাকবো। কর্তৃপক্ষের কাছে দাবী দ্রুত সময়ে বৈষম্য দূর করার। নতুবা সামনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
আন্দোলনকারীরা আরো বলেন, এইচএসসি পাসের পর তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স সম্পন্ন করে। এরপর আরও ৬ মাস ইন্টার্নশীপ করার পরেও তাদের চাকুরির ক্ষেত্রে এইচএসসি সমমানের মূল্যায়ন করা হয়। যা তাদের প্রতি বৈষম্যের সামিল। তাই তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স ডিগ্রী সমমানের করার দাবী জানান। তাদের দাবী আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।
বিডি প্রতিদিন/এএম