ডিপ্লোমাকে ডিগ্রি সমান করার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন দিনাজপুর জেলা শাখা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটির শিক্ষার্থীরা।
এ সময় সংগঠনের সভাপতি রোকনুজ্জামান রনি বলেন, ‘ডিপ্লোমাকে ডিগ্রি সমান করার দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় ঘোষিত এই কর্মসূচি চলবে। তাই আজ থেকে সকল প্রকার ক্লাস,পরীক্ষা ও ডিউটি বর্জন করা হলো।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সহ-সভাপতি সাকিব রায়হান, সাধারণ সম্পাদক লিখন রায় সহ নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, আনোয়ারা নার্সিং কলেজ, মির্জাপুর নার্সিং ইনস্টিটিউট, স্পন্দন নার্সিং ইনস্টিটিউট, রামসাগর নার্সিং ইনস্টিটিউট, দি গ্রীন লাইফ নার্সিং ইনস্টিটিউট ও দিনাজপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/জামশেদ