প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কালোব্যাজ ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন করেন তারা। এতে শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় একাধিক নেতাকর্মী বক্তব্য দেন।
এসময় যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরন বলেন, পারভেজকে প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় হত্যা করা হয়েছে। যেভাবে অতীতে ছাত্রলীগ বিরোধী মতের ওপর হামলা, নির্যাতন চালাতো ঠিক একই কায়দায় সুপরিকল্পিতভাবে এ হত্যা করা হয়েছে। আমরা চাই, পারভেজ ছাত্রদল নেতা হলেও সে একজন মেধাবী শিক্ষার্থী। কেন তার হত্যার ঘটনায় এখনো বিচার কার্যক্রম শুরু হচ্ছে না। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
বিডি প্রতিদিন/আরাফাত