রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন কৃষক। সোমবার সকাল ১০টায় উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলি খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে। কালমা শেখ ওই গ্রামের সাইদ শেখের ছেলে।
নিহতের ভাই রাজু জানান, আমরা দুইভাই সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মরিচ ক্ষেতে কাজ করতে যাই। সাড়ে ৯ টার দিকে আকাশে মেঘ দেখে বাড়ির উদ্দেশ্যে রওনান দেই। বাড়ির কাছাকাছি আসলে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। ওই বজ্রপাতে কালাম ঘটনাস্থলে মারা যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন জানান, বাধুলী খালকুলা গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের দাবির প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম