শেরপুরে সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের মিলনমেলা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা থেকে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনীর আয়োজন করে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল।
ব্যাতিক্রমী এই ঈদ পুনর্মিলনীর শুরুতে সাবেক ছাত্রদল নেতারা বর্তমান ছাত্রনেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শুরুতে প্রায়ত ছাত্রদলের নেতাকর্মীদের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নেতাকর্মীরা ছাত্রদলের সোনালী অতীত ইতিহাস, বর্তমান পরিস্থিতি ও করনীয় তুলে ধরেন।
অনুষ্ঠানে শেরপুরের ৫ উপজেলার জেলা, উপজেলা, শহর, ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের হাজারও সাবেক ও বর্তমান ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।এমন ব্যতিক্রম আয়োজনে সাবেক ও বর্তমান নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত কবিতা আবৃতি, নাচ, গান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএম