ঈদ মানেই আনন্দ, তবে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হওয়ায় উপকূলের মানুষের ঈদের আনন্দ ম্লান হয়ে গেছে।
আশাশুনি উপজেলার বিছট গ্রামে খোলপেটুয়া নদীর তীব্র জোয়ারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে হু হু করে লোকালয়ে পানি প্রবেশ করে। মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই পাঁচ থেকে ছয়টি গ্রাম প্লাবিত হয়ে যায়।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে পাউবো বিভাগ-২-এর আওতাধীন ৭/২ পোল্ডারের বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের বাসার কাছ থেকে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বেড়িবাঁধ হঠাৎ করেই খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়।
এর ফলে আনুলিয়া ইউনিয়নের বিছট, বল্লভপুর, আনুলিয়া, নয়াখালী, চেঁটুয়া ও কাকবসিয়া গ্রাম প্লাবিত হয়ে যায়।
দুপুরে এলাকাবাসী বাঁধ মেরামতের চেষ্টা করলেও তীব্র জোয়ারের তোড়ে তা ব্যর্থ হয়।
এদিকে সকালে ঈদের নামাজের পরপরই বাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মসজিদের মাইকে সবাইকে বাঁধের কাছে আসতে আহ্বান জানানো হয়। এরপর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামবাসী ভাঙন পয়েন্টে একটি বিকল্প রিংবাঁধ নির্মাণ শুরু করে। তবে দুপুরের দিকে খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের তোড়ে সেই রিংবাঁধও টিকিয়ে রাখা সম্ভব হয়নি। ফলে প্রবল জোয়ারে চিংড়ি ঘের ও বসতবাড়ি মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যায়।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, "বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে আমাদের কর্মকর্তাদের সেখানে পাঠানো হয়েছে। আমরা পাউবো’র পক্ষ থেকে জিও ব্যাগ ব্যবহারের উদ্যোগ নিয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।"
বিডি প্রতিদিন/আশিক