জুলাই বিপ্লবে ঢাকার যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ভাঙ্গার পুখুরিয়া গ্রামের আবুল হাসান শান্ত ও কহিনূর আক্তার সুমী দম্পতির সন্তান আব্দুল শহিদ শিশু আব্দুল আহাদ। তার বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার ও শুভেচ্ছা পত্র তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম তার সাথে ছিলেন।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের আহাদের বাড়িতে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আহাদের বাড়িতে গিয়ে প্রথমে আহাদের কবর জিয়ারত করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এরপর আহাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। একই সময়ে তিনি জুলাই আন্দোলনে ঢাকায় শহিদ হওয়া ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের তামিম সিকদারের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। দুই পরিবারের সদস্যদের হাতেই তারেক রহমান পক্ষে শুভেচ্ছাপত্র ও ঈদ উপহার তুলে দেন। এ সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ