ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। বৃহস্পতিবার সিটি করপোরেশনের ৮টি জোনে ১১টি গরু জবাই করে প্রতিজনকে ৫০০ টাকায় এক কেজি মাংস দেওয়া হয়।
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, বাজারে মাংসের উচ্চমূল্যের কারণে নিম্নবিত্ত মানুষের পক্ষে মাংস কেনা কঠিন হয়ে উঠেছে। তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি পরিবার সর্বোচ্চ এক কেজি মাংস কেনার সুযোগ পেয়েছে। এ উদ্যোগের আওতায় ২৬ রমজানে ১১টি পয়েন্টে ৫-৬ মণ ওজনের ১১টি গরু জবাই করে মাংস বিতরণ করা হয়েছে।
সকালে মাংস বিক্রয় কর্মসূচীতে নগর ভবনে উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৪) ইলিশায় রিছিল, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক, বিদ্যুৎ, পানি) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, কর নির্ধারণ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রসুল ভূইয়া প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক