সিরাজগঞ্জ বেলকুচিতে অসহায় শারীরিক প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৬০ জনের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের মামুন বিশ্বাস ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে এসব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। ঈদ সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, পেঁয়াজ, মিসরি, মরিচ, আলু ও মুরগিসহ বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী।
কর্মসূচিতে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মামুন বিশ্বাস জানান, ঈদে প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ফেসবুকে ঈদ সামগ্রী বিতরণের জন্য সহায়তা প্রয়োজন—এমন স্ট্যাটাস দেওয়া হয়। এরপর বিত্তবানরা অর্থ সহায়তা পাঠান। সেই অর্থ দিয়ে ঈদ সামগ্রী ক্রয় করে বিতরণ করা হচ্ছে। ঈদে মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা সকলেই আনন্দিত। তিনি জানান, বিগত ১৩ বছর যাবৎ এভাবেই অর্থ সংগ্রহ করে দরিদ্র মানুষকে সহায়তা করে যাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া সুলতানা বলেন, ফেসবুকের মাধ্যমে অর্থ সংগ্রহ করে মানুষকে সহযোগিতা করার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছি। ইতিবাচকভাবে ফেসবুক ব্যবহারে ২৬০ জন দরিদ্র মানুষ ঈদ উপহার পেল। তাদের মাঝে হাসির ঝিলিক ফুটে উঠেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল