ভোলায় সাতটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি এবং চারটি রকেট ফ্লেয়ারসহ পাঁচ জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় কোস্ট গার্ডের একটি টিম ভোলার তজুমুদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযানে নামে। এ সময় ডাকাত সালাউদ্দিন বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে ৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ডস গোলা এবং ৪ টি রকেট ফ্লেয়ারসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. হারুন দফাদার, মো. রুবেল, মো. কবির মাঝি, মো. ইউনুস এবং মো. ফেরদৌস ওরফে হেজু। সবাই ভোলার তজুমুদ্দিন উপজেলাধীন চর মোজাম্মেল এলাকার বাসিন্দা। পরে আটককৃতদেরকে ভোলা থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ