মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব চত্ত্বরে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন সুলতানা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ৩৮৭ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সম্মাননা ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসানসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ