ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র-ছাত্রী সংসদের (রুকসু) সাবেক ভিপি কাওসার আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার এক সহযোগী জেলা যুবলীগের সদস্য তসলিম বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা কাওসার আকন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার অন্যতম আসামি এবং ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর বিশ্বস্ত সহচর। তিনি শহরের পূর্বখাবাসপুর এলাকার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে।
আজ বুধবার (২৬ মার্চ) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড় এলাকা থেকে একটি প্রাইভেট কার তল্লাশী করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মোড় এলাকার বড়ইতলায় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে তিনজন শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় আন্দোলনকারী বেশ কয়েকজন শিক্ষার্থী পঙ্গু হয়ে এখনো চিকিৎসাধীন রয়েছে। এ মামলায় কাওসার আকন্দ অন্যতম আসামি। ঘটনার পর থেকে সে পলাতক ছিলো। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনে শহরের বিভিন্নস্থানে আন্দোলন ছত্রভঙ্গ করতে কাউসার আকন্দ তার দলবল নিয়ে সশস্ত্র মহড়া চালিয়ে শিক্ষার্থীদের হুমকি ধমকি দেয় বলে পুলিশের কাছে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক ফাহিম ফয়সাল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড়ে থেকে একটি প্রাইভেট কার তল্লাশী করে কাউসার আাকন্দ ও তার সহযোগী তসলিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ