ভোলায় যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসনের ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসক হলরুমে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে।
স্থানীয় সরকারের উপপরিচালক মিজানুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরুন্নবীসহ বীরমুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ।
বিডি প্রতিদিন/জামশেদ