কক্সবাজারের পেকুয়া উপজেলায় ১১ একর লবণমাঠ দখলে নিতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে দুই শিক্ষার্থীসহ ১৬জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জন নারী। সোমবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া রূপালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন রুপালী বাজার এলাকার নুরুন্নবীর মেয়ে ও পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ছাত্রী আফরোজা (১৮) ও তার মা মিনা আক্তার (৪৫), উজানটিয়া এএস সিনিয়র মাদরাসার আলীম দ্বিতীয় বর্ষের ছাত্রী কাসফা (১৮), কফিল উদ্দিন (২২), জয়নাল আবেদীনের স্ত্রী জেয়াসমিন আক্তার (৩০), মৃত আবুল কাসেমের ছেলে আমজাদ (২২), হাসান আলীর ছেলে বেলাল উদ্দিন (৩২), তার ভাই ছরওয়ার (৩০), রীনা আক্তার (৩০), পেঠানের স্ত্রী কুলসুমা (৩৫), মৃত গুরামিয়ার পুত্র আহমদ হোসেন (৭৭), আহমদ নবীর স্ত্রী বুলু আক্তার (৩০), আহমদ ছবির স্ত্রী হামিদা বেগম (৪০), হাকিম আলীর পুত্র তৌহিদ (৩৫), মৃত আলী হোসেনের পুত্র আবুল কালাম (৮০) ও মৃত হাবিবুর রহমানের পুত্র হাসান আলী (৬০)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আশঙ্কাজনক আমজাদ, হামিদা বেগম, হাসান আলী ও কফিল উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ১১ একর লবণমাঠ নিয়ে রূপালী বাজার এলাকার কালা মিয়া, খুইল্যা মিয়া ও আলী হোসেন গংদের সঙ্গে একই ইউপির মালেক পাড়ার জাফর আলম, আবু তাহের, মনির আহমদ ও আরিফ আহমদ গংদের বিরোধ চলছে। সম্প্রতি দুইপক্ষের বিরোধ চরম আকার ধারণ করে।
সোমবার একদল অস্ত্রধারী লোক এলোপাতাড়ি গুলি ছুড়ে রূপালী বাজার পাড়ায় হাবিব উল্লাহ বাপের বাড়িতে ঢুকে পড়ে। এসময় অস্ত্রধারীর ছোড়া গুলিতে অন্তত ১৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। সন্ত্রাসীরা এনজিও কর্মী আবিদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
এদিকে অস্ত্রধারীদের প্রকাশ্যে তাণ্ডব ও বন্দুক হাতে নিয়ে গুলি ছোঁড়ার এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, মুখে মাস্ক পরিহিত কয়েকজন অস্ত্রধারীরা প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ