বাগেরহাটে সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত মাহফিলে বিএনপির দুই হাজারের অধিক নেতাকর্মী অংশ নেন।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি যুব সংসদের সভাপতি খাদেম নিয়ামুল নাসির আলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে ইফতার পূর্ব দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাক্ষ হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান শান্ত, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এস এম রাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ