নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি গত তিন মাসে উক্ত প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর জন্মদিনের উপহার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে গ্রীন চাইল্ড কিন্ডারগার্টেনের সভাপতি মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ।
এ সময় স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আশিক