শেরপুর জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের উত্তরা স্পেশালাইস্ট হাসপাতালে সমিতির এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডক্টরস হসপিটালের চেয়ারম্যান ডা. রুহুল কুদ্দুস রুপম ও সেক্রেটারি হয়েছেন আকন্দ হরমোন ল্যাবের মালিক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কায়সার আহমেদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। পরে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এমআই