ঝালকাঠির নলছিটিতে রায়হান (১১) নামে মাদরাসাছাত্র সুগন্ধা নদীতে ট্রালারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রতিবেশি জেলে বিপ্লবের সাথে মাছ ধরতে নদীতে গেলে এ ঘটনা ঘটে।
পৌর এলাকার গৌরিপাশা মোহাম্মদ আলি মল্লিকের মেঝো ছেলে সে।
জানা যায়, ঢাকা থেকে আগত একটি লঞ্চ বরগুনা যাওয়ার সময় গৌরিপাশা রিয়াজ ইটেরভাট সংলগ্ন থেকে অতিক্রম হওয়ার সময় নদীতে থাকা মাছের ট্রালারের সাথে ধাক্কা লাগে। এসময় বিপ্লব ও রায়হান নদীতে পরে যায়। পরে বিপ্লবকে পাশে থাকা জেলেরা উদ্ধার করলেও রায়হানকে উদ্ধার করতে পারেনি।
নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বরিশালের ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে অনুসন্ধান শুরু করে। বিকালে এ সংবাদ লেখা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।
রায়হান উপজেলার মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদরাসার নূরানি শাখার ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে বাড়িতে গেলে ওষুধ কেনা ও ঈদে নতুন পোশাক কেনার আশায় নদীতে মাছ ধরতে যায় রায়হান।
বিডি প্রতিদিন/হিমেল