ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াত ইসলামী। গতকাল সোমবার (১৭ মার্চ) বিকালে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় চারশতাধিক নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
আখাউড়া উপজেলা জামায়াতের আমীর মো. ইকবাল হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আমীর অধ্যক্ষ মো. মোবারক হোসেন আকন্দ। উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য আবুল বাশার ভূইয়া, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এড. জালাল উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, ইসলামী আন্দোলন বাংলাদেশ আখাউড়ার সভাপতি মো. মোসলেহ উদ্দিন ভুইয়া, ইসলামী ঐক্যজোট আখাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মো. বিল্লাহ হোসেন, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৭ বছরে স্বাধীনভাবে আমরা কথা বলা ও এরকম অনুষ্ঠান করতে পারিনি। আজকে দীর্ঘ সময় পর তা করতে পেরেছি। আমরা মাগফেরাত কামনা করছি আল্লাহর কাছে যারা জুলাই আন্দোলনে নিজের জীবন দিয়ে দেশকে নতুন করে স্বাধীনতার স্বাদ উপভোগের সুযোগ করে দেওয়ার জন্য।
বিডি প্রতিদিন/জামশেদ