শেরপুর জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. রেজাউল করিম এবং প্রলয় চাকি।
আজ মঙ্গলবার বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এ সময় সমিতির ৭২ জন সদস্যদের মধ্যে উপস্থিত ৬৩ জন সদস্যের কণ্ঠ ভোটে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হন মো. রেজাউল করিম। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান পান এক ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী থাকায় প্রলয় চাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী তিন মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক সকল সদস্যদের নিয়ে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। ওই সাধারণ সভায় সভাপতিত্ব করেন বস্ত্র ব্যবসায়ী সমিতির আহবায়ক মো. আব্দুল হান্নান মিয়া।
বিডি প্রতিদিন/জামশেদ