বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত সদস্যদের পরিবারের মাঝে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ চেক বিতরণ করেন। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটির আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান হয়।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (বরিশাল বিভাগ) মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বিআরটিএ বরিশাল জেলার সহকারী পরিচালক খালিদ মাহমুদ, জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ, বিআরটিএ বরিশাল সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস, বিআরটিএ বরিশালের মটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ৩১ লাখ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফওজিয়া মিম, ওমর ফারুক হাওলাদার, মো. সাইদুল ইসলাম, মাহাদী হাসান, চঞ্চল সরকার এবং মো. হারুন বেপারীর পরিবারকে ৫ লাখ টাকা করে চেক দেয়া হয়। এছাড়াও আহত লোকমান হোসেনকে এক লাখ টাকা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ