ফেনীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ব্যবস্থা প্রকল্পের পুনর্বাসনের নিমিত্তে সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পের কারিগরি এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস’র (সিইজিআইএস) যৌথ সহযোগিতায় শহরের একটি কনভেনশন হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) মো. ছায়েদুজ্জামান, পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা নক্সা ও গবেষণা) মো. জহিরুল ইসলাম ও ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী পূর্বাঞ্চল মো. আবু তাহেরের সভাপতিত্বে কর্মশালায় ভুক্তভোগী স্থানীয় জনগণ ও বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই