ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) আয়োজনে ফেনী শহরের একটি কনভেনশন সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ড্যাবের ফেনী জেলা সভাপতি ডা. আব্দুল আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. রুবাইত বিন করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বাহার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দীন খন্দকার, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী ক্লিনিক মালিক সমিতির আহ্বায়ক হুমায়ুন আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন সহ ফেনীর ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ও ফেনীতে কর্মরত ডাক্তারবৃন্দ।
এসময়ে আমন্ত্রণিত অতিথিরা বলেন, চিকিৎসকরা ফেনীতে সাধারণ মানুষের জন্য দিনরাত সেবা দিয়ে যাচ্ছে। সকল শ্রেণী-পেশার মানুষের জন্য সুচিকিৎসা প্রদান করা একজন ডাক্তারের কাজ, রোগীরদের সুস্থ করে তোলায় ডাক্তারের ধর্ম ও কর্ম।
শেষে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম বাবুর মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
বিডি প্রতিদিন/হিমেল