হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়িতে সকল অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে দুপুর পর্যন্ত জেলার মাটিরাঙা ও সদর উপজেলার ৮টি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
অভিযানে মাটিরাঙা উপজেলার তিন ইট ভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এছাড়া সদরের পাঁচটি ইট ভাটার সামনের বন্ধ ঘোষণার ব্যানার টাঙিয়ে দেয় প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান ,‘মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সকল অবৈধ ইটভাটা বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। দিনব্যাপী অভিযানে সব ভাটা বন্ধ করা হবে।’
এর আগে খাগড়াছড়ি জেলা সদর ও বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটাগুলোতে একাধিকবার বন্ধ ও জরিমানার ঘটনা ঘটলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেয় প্রশাসন।
বিডি প্রতিদিন/মুসা