জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে চুয়াডাঙ্গা জেলার নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় জেলা নির্বাচন অফিস চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিও পালন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।
এ সময় জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী, সদর উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায়, আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার মাসুম বিল্লাহ, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার নূর উল্লাহ, জীবননগর উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসানসহ জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ