আসন্ন ঈদুল ফিতরে ঢাকা-বগুড়া-রংপুর মহাসড়ক যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টয় বগুড়ার শেরপুরে ফুড ভিলেজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ। বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী।
আসন্ন ঈদুল ফিতরে মহাসড়কে যানজটমুক্ত রাখতে ও চুরি, ডাকাতি, ছিনতাই রোধে সভায় উপস্থিত বিভিন্ন হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ও যাত্রীবাহী বাসমূহের চেকারদের মতামত নেন পুলিশ সুপার।
মতবিনিময়কালে হাইওয়ে হোটেলসমূহের মালিক ও বাসের চেকাররা বিভিন্ন মতামত প্রদান করেন। তাদের সকলের মতামত মনোযোগ সহকারে শোনেন পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ।
এসময় পুলিশ সুপার মো. শহিদ উল্ল্যাহ বলেন, হাইওয়ে যানজটমুক্ত ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। এজন্য আমরা কাজও করছি। তবে অন্য যেকোনো সময়ের চেয়ে ঈদে মহাসড়কে যান চলাচল বৃদ্ধি পায়। সেই সঙ্গে অপরাধের পরিমাণও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই আসন্ন ঈদুল ফিতরে যাত্রী ভোগান্তি রোধ করে ঈদ নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ যেমন নিরলস পরিশ্রম করবে, তেমনি বাসের চালক, হেলপার, হোটেলসমূহের মালিকদেরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই