দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১২ মার্চ) সকাল ১১টায় বামপন্থী দলগুলোর এই জোটের জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও রেলগেটে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা আহ্বায়ক কমরেড গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ, নারী নিপীড়ন-সহিংসতা, খুন, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। মব ভায়োলেন্স, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্বেষী নানা কর্মকাণ্ড- ক্রমাগত বাড়ছেই। সেটা থামানোর কোনো উদ্যোগ সরকারের নেই।
বক্তারা আরও বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপণ জনগণ মেনে নেবে না। বক্তারা অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।
বিডি প্রতিদিন/জামশেদ