জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে জামালপুর সদর উপজেলার ছনকান্দা মথুরাবাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়।
অপরদিকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদরের তিতপল্যা ইউনিয়নের নাড়িকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা মথুরবাড়ী এলাকার মৃত মনছুর আলীর ছেলে জুয়েল আকন্দ (৪৫) এবং বকশীগঞ্জ উপজেলার সীমারপাড় এলাকার নুরুল ইসলামের ছেলে শাওন (২৩)। এছাড়াও জামালপুর সদরের তিতপল্যা ইউনিয়নের নাড়িকেলী এলাকার মুছা খানের ছেলে আনিছুর রহমান (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে জামালপুর পৌর এলাকার ছনকান্দা মথুরবাড়ী এলাকায় ড্রাম ট্রাকচালক জুয়েল আকন্দ সড়কের পাশে তার ট্রাক দাড় করিয়ে ধোয়ামোছার কাজ করছিল। এ সময় পেছন দিক থেকে অপর একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই জুয়েল আকন্দের মৃত্যু হয়। এ সময় ঘাতক ড্রাম ট্রাকের চালক হাসিবুল গুরুত্বর আহত হয়। এর কিছুক্ষণ পরে দুর্ঘটনার কারণে পাথরবাহী আরেকটি ট্রাক সড়কে থামলে তার পেছনে একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেলের চালক শাওন ও তার মামা মোটরসাইকেল আরোহী ইকরামুল হক গুরুত্বর আহত হয়। তারা মোটরসাইকেল যোগে বকশীগঞ্জ উপজেলা থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চালক ও মোটরসাইকেল আরোহীদের গুরুত্বর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করে এবং আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নিরুপম জানান, অভিযোগ না থাকায় পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জামালপুর সদর উপজেলার তিতপল্যা ইউনিয়নের নাড়িকেলী এলাকায় চা বিক্রেতা আনিছুর রহমান জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় মধুপুর থেকে জামালপুরগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে করে ঘটনাস্থলেই আনিছুরের মৃত্যু হয়।
খবর পেয়ে জামতলী বাজার এলাকায় পুলিশ চেকপোস্টে ঘাতক ট্রাকটিকে থামাতে দায়িত্বরত এসআই গোপাল চন্দ্র ঘোষ সিগন্যাল দিলে, ট্রাকের চালক সিগন্যাল অমান্য করে ওই এসআইকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত এসআই গোপাল চন্দ্র ঘোষকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত