গোপালগঞ্জে শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। আজ বুধবার (৫ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামন প্রধান অতিথি হিসেবে সদর উপজেলার বিভিন্ন বয়সের ১৭ জন শারীরিক প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুন অর রশিদ, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুজ্জামান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, ইসতিয়াক মাহমুদ, ফরদিন খান প্রিন্স উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ