নিরাপত্তার দাবিতে জামালপুর থেকে ঢাকাসহ সারাদেশের সাথে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি। এছাড়াও বাসে অগ্নিসংযোগ ও শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার সকালে জামালপুর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশের সাথে বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
গত ২ মার্চ জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের সাথে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালকের মৃত্যু হলে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া গত সোমবার রাজীব বাসের সকল সার্ভিস বন্ধসহ গণপরিবহন সংস্কারের ৬ দফা দাবিতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অবরোধ চলাকালে বাস শ্রমিকদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শ্রমিক আহত হয়।
এদিকে, বাসে অগ্নিকাণ্ডের সাথে জড়িত ও বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেফতার এবং বাস, চালক, শ্রমিক ও যাত্রীদের নিরাপত্তার দাবিতে বাস মালিক ও শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয়। এর আগে সোমবার দুপুর থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে, মঙ্গলবার দুপুরে দাবি আদায়ে জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/বাজিত