জামালপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। রবিবার (২ মার্চ) সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।
নিহত অটোচালক আবুল কাশেম (৩৫), জামালপুর পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি দ্রুতগতির বাস শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অটোরিকশার চালক আবুল কাশেম মারা যান। অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটকে রেখে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিছুক্ষণ পর বাসের তেলের পাইপলাইন থেকে আবারও আগুন ধরে গেলে তা নেভানো হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
জামালপুর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হানিফ উদ্দিন বলেন, "প্রথমে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছিলাম। পরে বাসের তেলের লাইন থেকে আবারও আগুন ধরে গেলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়।"
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, "বাসের ধাক্কায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।"
এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে চালক ও শ্রমিকরা জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। এতে যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের হস্তক্ষেপে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করা হয়।
বিডি প্রতিদিন/আশিক