জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
শনিবার বিকালে শহরের বকুলতলা চত্বরে জামালপুর জেলা বিএনপির সদস্য মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বিএনপি নেতা বিষ্ণ চন্দ্র মন্ডল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, খাইরুল ইসলাম লিয়ন, মনির হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলা বিএনপি একনায়েকতন্ত্র আর পরিবারতন্ত্রে পরিণত হয়েছে, যেখানে বিএনপির ত্যাগী, তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। জামালপুর জেলা বিএনপির মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সম্মেলন দেয়া হচ্ছে না। তাই দ্রুত সময়ের মধ্যে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিনিধি/হিমেল