খাগড়াছড়িতে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, সরবরাহ চেইন স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে নিয়মিত বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় আজ শনিবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত খাগড়াছড়ি পৌর শহরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন খাগড়াছড়ির অতিরিক্ত ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ও সদর উপজেলার ইউএনও সুজন চন্দ্র রায়।
পৌর শহরের কলেজ গেইট এলাকায় ও স্বনির্ভর বাজারে এ অভিযান পরিচালিত হয়। কলেজ গেইট এলাকায় বিভিন্ন ডিলারের স্টক চেক করা হয়, রেজিস্ট্রার/ভাউচারের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। কারো কাছে অতিরিক্ত মজুদ পাওয়া যায়নি বলে জানা যায়।
পাশাপাশি পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, যথাযথভাবে স্টক রেজিস্ট্রার সংরক্ষণ, যে কোন ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ, তেল বা কোনো প্রকার নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য মজুদ না করা, ক্রেতার স্বার্থ সংশ্লিষ্ট ইত্যাদি বিষয় সতর্কতার সাথে নিশ্চিত করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
এ সময় মোবাইল কোর্টের অভিযানে সদর থানা পুলিশের একটি টীম প্রয়োজনীয় সহায়তা করে।
বিডি প্রতিদিন/জামশেদ